ধিক্‌ ধিক্‌ ধিক্‌ তোরে রে কালিয়া
কে তোরে কুবুদ্ধি দিল।
কেবা সেধেছিল পীরিতি করিতে
মনে যদি এত ছিল।।
ধিক্‌ ধিক্‌ বন্ধু লাজ নাহি বাস
না জান লেহের লেশ।
এক দেশে এলি অনল জ্বালায়ে
জ্বালাইতে আর দেশ।।
অগাধ জলের মকর যেমন
না জানে মিঠ কি তিত।
সুরস পায়স চিনি পরিহবি
চিটাতে আদর এত।।
চণ্ডীদাস ভণে মনের বেদনে
কহিতে পরাণ ফাটে।
তোমার
সোনার প্রতিমা ধূলায় গড়াগড়ি
কুবুজা বসিল খাটে।।