ধর গো ধর গৌরাঙ্গ চাঁদেরে। গৌর যেন পড়ে না বিভোর হ’য়ে ভূমের উপরে।।
ভাবে গৌর হ’য়ে মত্ত বাহু তুলে করে নৃত্য।
কোথা হস্ত, কোথা পদ ঠাওর নাই রে উহার অন্তরে।।
মুখে বলে হরি হরি, নয়নে বহিছে বারি।
ঢল ঢল তনু-তরী, বুঝি পড়া মাত্র যায় ম’রে।।
কার ভাবে শচী-সূত হানছে বেহান গলে কেঁতা
লালন বলে, ব্রজের কথা বুঝি পড়েছে মনের দ্বারে।।