ধরি অনুপম বাজিকর যেন
খেলায় কতেক তানে।
সুবল ত্রিবিট এপিচ মদন
মধু-মঙ্গলের সনে।।
কহে বিদূষক ”শুনহে সুবল
নানা বস্ত্র লেহ সঙ্গে।
তবে সে খেলিব নানা মত খেলা
গাহিব নাচিব রঙ্গে।।”
নানা যন্ত্র নিলা নানা সে প্রতিমা
কাঠের পুতলি লৈয়া।
আর যত নিল মধুর মধুর
বাদিয়া বাদির ছায়া।।
নানা বেশ ধরি যেন বাজিকর
নাচায় পুতলি কায়া।
বহু তন্ত্র মন্ত্র যার নাহি অন্ত
কতেক জানয়ে মায়া।।
চলে পঞ্চজন হয়ে একমন
বৃকভানুপুর যায়।
পথে যায় তথি খেলা খেলে অতি
চণ্ডীদাস জসুখী তায়।।