ধরম করম সকলি মজিল
ধাধসে পরাণ রাখি।
ধেয়ান তোমার ধনী সে আকার
শুধু দেহ আছে সাখী।।
ধন জন যত সে সব বেকত
ধরম ভরম তুমি।
ধরিয়া চরণ লইনু শরণ
তোমা না ছাড়িব আমি।।
ধরিব যেমন ধরে মীনগণ
ধাধসে শকরী যত।
ধনী বিনোদিনী ধাধসে তেমনি
ধৈরজ ধরিব কত।।
ধক্‌ ধক্‌ ধকি পরমাদ দেখি
ধরিতে না পারি হিয়া।
চণ্ডীদাস কয়ে ধরিয়া ছলয়ে
বচন চরণ সেয়া।।