ধরণী উপরে ধরিবে ঢারি।
তবে সে চিনিবে দুগধ বারি।।
রাঙ্গ রূপা চিনিবে গায়।
কুটিল চিনিবে কোন উপায়।।
আগেতে কহে মধুর বাণী।
পরের হৃদয় পাতিয়া আনি।।
আপন আশা পরকে দেই।
চণ্ডীদাস কহে কুটিল সেই।।
ধরণী উপরে ধরিবে ঢারি।
তবে সে চিনিবে দুগধ বারি।।
রাঙ্গ রূপা চিনিবে গায়।
কুটিল চিনিবে কোন উপায়।।
আগেতে কহে মধুর বাণী।
পরের হৃদয় পাতিয়া আনি।।
আপন আশা পরকে দেই।
চণ্ডীদাস কহে কুটিল সেই।।