ধন জৌবন রস রঙ্গে।
দিন দশ দেখিঅ তলিত তরঙ্গে।।
সুঘটিত বিহ বিঘটাবে।
বাঁক বিধাতা কী ন করাবে।।
ঈও ভল নহিঁ রীতী।
হটেঁ ন করিঅ দুরি পুরুব পিরীতী।।
সচকিত হেরয় আসা।
সুমরি সমাগম সুপহুক পাসা।।
নয়ন তেজয় জলধারা।।
ন চেতয় চীর ন পহিরয় হারা।।
লখ জোজন বস চন্দা।
তৈঅও কুমুদিনি করয় অনন্দা।।
জকরা জাসঁ রীতী।
দুরহুক দুর গেলেঁ দো গুন পিরীতী।।
বিদ্যাপতি কবি গাহে।
বোলল বোল সুপহু নিরবাহে।।