ধনীর নিকুঞ্জে নয়ল কিশোর।
রাধা-বদন-সুধাকর চন্দ্রাবলী-মুখ-চন্দ্র-চকোর।।
খেনে তিরিভঙ্গ, অঙ্গ নিজ হেরত,
খেনে রমণীগণ অঙ্গহি অঙ্গ।
খেনে চুম্বত, খেনে চলত মনোহর,
উপজায়ত কত অনঙ্গ তরঙ্গ।।
শ্যাম নটেন্দ্র, কোটি-ইন্দু-শীতল,
ব্রজরমণীগণ সঙ্গে সঙ্গীত গায়।
ঈষৎ হাস, সম্ভাষই ঘন ঘন,
লীলা লহু লহু গীম দোলায়।।
উহ রসময়ী, ইহ রসিক শিরোমণি,
নয়ন নয়নে কত করু আনন্দ।
জ্ঞানদাস কহে, দুহুঁ তনু ভিন নহে,
ঐছন পিরীতি নিবন্ধ।।