ধনীমুখ পঙ্কজ কুঙ্কুমে মাজই
বিদগধ বর কান।
রচইতে সিন্দুর গরগর অন্তর
অঝরে ঝরে নয়ান।।
দেখ সখি রাধামাধব মেলি।
দুহুঁ সুখ-সাগরে আনন্দে ভাসল
দুহঁ রসে নিমগন ভেলি।।
বয়ন কঠোর জোর কুচমণ্ডল
পদে বিদগধি সাজ।
মৃগমদ খচিত অঙ্গরু করু পল্লব
মুগধল মনসিজরাজ।।
আনন্দনীর নয়ন ভরি আয়ত
কাঁচলি করি নিরমাণ।
নীলবসন মণি তছু পরি কিঙ্কিণী
হেরইতে হরল গেয়ান।।
মঞ্জুল মঞ্জীর চরণ পর বঞ্জই
মুকুর ধর নিজ পাশ।
নিজ তনু হেরি হারি তোহে সোঁপল
হেরল গোবিন্দদাস।।