ধনি ধনী রাধা আওয়ে বনি
ব্রজ-রমণীগণ-মুকুট-মণি।
অধর সুরঙ্গিণী রসিক-তরঙ্গিণী
রমণী-মুকুট-মণি বর-তরুণী।
ফুল-ধনু-ধারিণী পীন-কুচ-ভারিণী
কাঁচলি পর নীলমণি-হারিণী।।
কনক-সুদীপ মণি বরণ বিজুরী জিনি
জলধর-বাসিনী রূপ-শোহিনী।
কেশরী ডমরু জিনি অতিশয় মাঝা ক্ষীণী
রশনা-কিঙ্কিণী-মণি মধুর ধ্বনি।।
গুরুয়া নিতম্বিনী বিলোলিত বরবেণী
উরু-যুগ সুবলনী ছবি-লাবণি।
মরাল-গমনী ধনী বৃষভানু-নৃপ-তনী
গোবিন্দদাস-পহুঁ-মন-মোহিনী।।