দয়াল নিতাই কারো ফেলে যাবে না। চরণ ছেড়ো না রে ছেড়ো না।।
দৃঢ় বিশ্বাস করি এখন ধরো নিতাইচাঁদের চরণ
এবার পার হবি পার হবি তুফান, অপারে কেউ থাকবে না।।
হরির নাম-তরণী ল’য়ে, ফিরেছে নিতাই নেয়ে হ’য়ে,
এমন দয়াল চাঁদকে পেয়ে শরণ কেনে নিলে না।।
কলির জীবকে হ’য়ে সদয় পারে যেতে ডাকছে নিতাই,
অধীন লালন বলে মন চলো যাই, এমন দয়াল মিলবে না।।