দয়াল আমি এই চরণ দাসীর যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয়।
ভাব জানিনা, প্রেম জানিনা দাসী হইতে চাই চরণে
তাপ দিয়ে ভাব নিতে পারলে তবে শুরাখ চরণ পাই।
অহল্যা পাষাণী ছিল পদধূলায় মানব হলো
লালন জন্মে পড়ে রইলো যদি গুরুর দয়া হলো।
দয়াল আমি এই চরণ দাসীর যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয়।
ভাব জানিনা, প্রেম জানিনা দাসী হইতে চাই চরণে
তাপ দিয়ে ভাব নিতে পারলে তবে শুরাখ চরণ পাই।
অহল্যা পাষাণী ছিল পদধূলায় মানব হলো
লালন জন্মে পড়ে রইলো যদি গুরুর দয়া হলো।