দৃঢ় অনুমানি কহই সব সহচরি
নাগর রসময় দেহ।
কৈছনে সো অব মধুপুর যাওব
ছোড়ব ইহ নব লেহ।।
সুন্দরি কি ফল এত অনুতাপ।
তুহুঁ অবিচারে মরণ-পথ হেরলি
শুনইতে অন্তর কাঁপ।।
নাহ-বাহ ধরি আনি সুধাওব
শুনি যদি কৈতব বাদ।
সহচরি মেলি ঘেরি পহুঁ রাখব
না ছোড়ব তিল আধ।।
তুহু ভুজ-ভুজগ- পাশ করি বান্ধবি
সাধবি মনসিজ কাজ।
প্রেম কবাট দেই পুন রাখবি
নিজ হিয়-মন্দির মাঝ।।
হরি বিনু ফাঁফর একলি অক্রূর
ঘর যাওব পরভাতে।
সহচরি দীন- বন্ধু কহে পন্থহিঁ
বজর পড়ব তছু মাথে।।