দোলত রাধা মাধব সঙ্গে।
দোলায়ত সব সখিগণ রহু রঙ্গে।।
ডারত ফাগু দুহুঁজন অঙ্গে।
হেরইতে দুহুঁরূপ মুরুছে অনঙ্গে।।
বাওত কত কত যন্ত্র সুতান।
কত কত রাগমাল করু গান।।
চন্দন কুঙ্কুম ভরি পিচকারি।
দুহুঁ অঙ্গে কোই কোই দেওত ডারি।।
বিগলিত অরুণ বসন দুহুঁগায়।
শ্রমজলে বিন্দু বিন্দু শোভে তায়।।
হেমমরকতে জনু জড়িত পঙার।
তাহে বেড়ল গজমোতিম হার।।
দোলাপরি দুহুঁ নিবিড় বিলাস।
জ্ঞানদাস হেরি পূরয়ে আশ।।