দোতি বচন শুনি রসিক শিরোমণি
আয়ল তাকর সাথ।
দুর সঞে হেরিয়া সো বর-নাগরি
অবনত করি রহু মাথ।।
কর জোড়ি সাধয়ে কান।
হাম তুয়া কিঙ্কর পড়িয়ে চরণতল
তেজ ধনি দারুণ মান।।
এত কহি নাগর অন্তর গর গর
চরকি চরকি পড়ু লোর।
হেরি সুধা-মুখি আকুল ভেল অতি
সো মুখ হেরি বিভোর।।
ছল ছল নয়ন শ্যাম কর কিশলয়
ধরি কহে গদ্গদভাষ।
জলদে গোপন বিধু যৈছে উদয় ভেল
কহ যদুনন্দন দাস।।