দোতি বচন শুনি বিদগধ শিরোমণি
কুঞ্জে মিলল ধনি পাশ।
রাধাবদনচান্দ হেরি পুলকিত
ভাব সন্ধি পরকাশ।।
সু্ন্দরি কি কহব বচন না ফূর।
আওল রাজ-দূত হাম যাওব
কালি নিচয়ে মধুপূর।।
পুনরাগমনে কত যে ঘটি হোয়ব
না জানিয়ে তাহে বিলম্ব।
হৃদয় খেদ দঢ় প্রকৃতি কঠিন বড়
রাজকাজ অবলম্বন।।
ধনি কহে গিরিধর তোহারি সঙ্গে মোর
প্রাণ চলউ সব সাজে।
কহ শিবরাম দাস অব হোয়ে সমুচিত
ভেজবি নিজ কোন কাজে।।