দৈবকি * * * আর নাম কএ ।
শ্রীপতি বলিয়া নাম হইল সদএ।।
পুরূসত্তম নাম আর বনমালি।
বলি ধ্বং * * * আর নাম ভালি।।
কংসারাতি নাম হইল আনন্দে।
কৃষ্ণ নাম অমৃতশ্রেনি উঠিল সানন্দে।।
কৃষ্ণ * * * * * * তার বেবরন।
পুর্ব্বকালে অবতারে লেখিল পুরান।।
সুক্লপিত রক্তবর্ন্ন তিন অবতারে।
কৃষ্ণ অবতা…………ব্যাস বরে।।
এবে এই অবতার সেই কৃষ্ণ তনু।
বালক করিঞা সঙ্গে চরাইব ধেনু।।
ব্রজলিলা রা …………..বে বিস্তার।
তথির কারনে এই কৃষ্ণ অবতার।।
করিব বালক-খেলা শ্রীবৃন্দাবনে।
আনন্দে বে…………..গোপিনির সনে।।
এই মত ব্রজলিলা করিব সদয়।
এই লিলা কৃষ্ণ-লিলা চণ্ডিদাস কয়।।