দেরি রাই শ্যাম সাধি মনস্কাম
আনন্দ হইল যত।
অমরা উপাই তবে তাহা গাই
মুখ হয় শত শত।।
রাই হেনকালে বংশি বটতলে
শিঙ্গা ধরি বিম্বাধরে।
হারে রে রে ভাই কানাই কানাই
বিষাণ শব্দ করে।।
অমিয়া মিশাল কর্ণ-রসায়ন
শুনি শিঙ্গা সান কানু।
রাধাভাব ভাবি দাদা সহ জোরি
উতরোল মন তনু।।
রাধার নয়ান কটাক্ষ মোহন
বন্ধন পিরিতি শ্যাম।
খুলিবার নারে গৌরি আঁখি ঠারে
পরিতোষ পীতবাস।।
মাধব সুবল এ মধুমঙ্গল
চলিলা বলাই পাশ।
তবে গোপীগণ ভবনে গমন
ভণয়ে গোবিন্দদাস।।