দেব আরাধন ছলে চলু গোরী।
সঙ্গহি সমবয় নবীন কিশোরী।।
চন্দন কুঙ্কুম আর ফুলমাল।
লেয়ল বহু উপহার রসাল।।
চলু বরনাগরি সঙ্গব মাহ।
সচকিত নয়নে দিগ দশ চাহ।।
ঐছন সময়ে নিবিড় বনমাঝ।
মীলল একলে বিদগধরাজ।।
হেরি সুবদনি অতি হরষিত ভেলি।
কহ কবিশেখর দুহুঁ জন কেলি।।