দেবী আরাধন করল জতন
চঢ়ায়ে মাথার ফুল।
“কহ কহ দেবি, নিশ্চয় বচন
যদি হবে অনুকূল।।
মথুরা নগরে দূর পরবাসে
গেছেন নাগর-হরি।
যদি বা তুরিত গমন করব
সে নব চতুর-ধারী।।
সমুখ সমহ ? যদি ফুল দেহ
তবে সে জানব ভালি।
তবে সে জানব গোকুল-নগরে
আয়ব সো বনমালী ।।
এ সব রচন করত যতন
চঢ়ায়ে মাথায়ে ফুল।
তুরিত করিয়া হরি গৃহে আন
তুমি হও অনুকূল ।।”
দাণ্ডায়ে সমুখে সেই সে দেয়াসী
কর যোড় আছে কাছে।
“তুমি দিলে বর বালিকা উপর
সস্বামী (?) নিঞা আছে।।
কোন অপরাধে সে হেন নাগর
তেজল রাধার সঙ্গ।
সুখের ঘরেতে দুখ অতি ভেল
তিলেকে হইল ভঙ্গ।।
যদি বা জায়ব গোকুল-নগর
দেহ না মাথার ফুলে।
তবে সে জানব তোমার মহিমা
পূজন করিব ভালে।।”
চণ্ডিদাস বলে– শুন গে সজনি,
দেবীর নাহিক দয়া।
ফুল নাহি নড়ে ভূমে নাহি পড়ে
বুঝিয়া বুধল ইহা।।