দেবদত্ত গোপাল যে দূর্বাদলশ্যাম।
অরুণ বসন পরে অতি অনুপাম।।
রঙীন পাগড়ি প্যাঁচ উড়িছে পবনে।
নব কিশলয় তার দুলিছে শ্রবণে।।
গলায় দুলিছে হার মুকুতা প্রবাল।
মৃগমদ চন্দন তিলক শোভে ভাল।।
কেয়ুর শোভিত ভূজ সঘনে দোলায়।
রুনুরুনু সঘনে নূপুর বাজে পায়।।
ধড়ায় মুরলী করে কনক পাঁচনি।
বনফুল-মালায় ধূসর তনুখানি।।