দেবগণ জত হয়া এক ভিত
করুণ বদনে চায়।
“কি হ’ ল্য কি হ’ল্য দিয়া সে না দিল
এককথা কহিব কায়।।”
হেনক সমএ নারদ আইল
দেবতা-সমাঝ জথা।
বেথিত দেখিঞা পুছল কারণ–
“কি হেতু সুনিএ কথা।।
করুণ নয়ন কিসের কারণ
কহ দেখি সুনি তাই।
কেনে বা দুখিত দেখিএ অন্তর
কহ দেখি মোর ঠাঞি।।”
সব দেবগণ কহিতে লাগল
জতেক কারণ-কথা।
“সুনহ বচন জিসের কারণ
মো সভা পাইএ বেথা।।
কল্পতরু-ফল গোলোক-সম্পদ
সকল জানহ তুমি।
সেই ফলে কত অমিঞা আছএ
তাহা না বুঝিব জানি।।
এক সুকবরে ভেজল গোলোকে
সে ফল আনল তুলি ।
ওষ্ঠের উপরে উড়িয়া জাইতে
সে ফল কতি না ফেলি।।
এক কহে আছে এ তিন সায়রে
পড়ল তৃগুণ হঞা ।
ফল ফেলি জলে আসি সুকবরে
কহিতে লাগল সিঞা।।”
সুনিঞা নারদ দেবের বচন
কহিতে লাগল তায়।
ইহার উপায় কহিব সকল
দিন চণ্ডিদাস গায়।।