দেবকীরে বসুদেব কহয়ে বচন।
‘দাও পুত্র’ শুনি দেবী ভাসে দুনয়ন।।
দেবকী বলয়ে আমি আগে প্রাণ ছাড়ি ।
যাউক প্রাণ তবু পুত্র দিতে আমি নারি।।
মা হইয়া পুত্রধনে দিব বিসর্জ্জন।
এমত তোমার আজ্ঞা অতি নিদারুণ।।
দশমাস দশদিন ধরিয়া জঠরে।
এমত সোনার পুত্র দিব কোথাকারে।।
বসুদেব বলে দেবী না কর রোদন।
এখনি শুনিলে কংস বধিবে জীবন।।
পাষাণেতে বুক বাঁধি কাঁদিতে কাঁদিতে ।
‘এই প্রাণ লহ’ বলি দিল বসু হাতে।।
জ্ঞানদাসেতে কহে থির কর হিয়া।
রাখি এস পুত্র তব কোলেতে করিয়া ।