দেখ সখি রসিক যুগল রসরঙ্গ।
অম্বর বিনহি কিয়ে ঘন দামিনী
রহত পরস্পর সঙ্গ।।
রাধা বদন মধুর মধু মাধব
মুখ চষকে ভরি রিঝ।
বিনহি সরোবর কমল ফুল কিয়ে
চন্দর রসে বহু ভিজ।।
উরজ উত্তুঙ্গ কুম্ভপর হরি উর
রাজত অদভূত রীত।
বিনহি ধরা কিয়ে কনক ধরাধর
নমিত জলদ ভয়ে ভীত।।
কুন্দ রদন কিয়ে মদন নিশিত শর
বিম্ব অধর পর লাগে।
দাড়িম বিনহি বীজ দাড়িম ফুল
ভেদত বল্লভ আগে।।