দেখ সখি ঝুলত রাধাশ্যাম।
বিবিধ যন্ত্র সু- মেলি সুস্বর
তান মান সুঠাম।।
আষাঢ় গত পুন মাহ শাঙন
সুখদ যমুনাতীর।
চান্দিনি রজনী সুখময় সুখোদয়
মন্দ মলয় সমীর।।
পরিপূর্ণ সরোবর প্রফুল্লিত তরুবর
গগনে গরজে গভীর।
ঘোর ঘটা ঘন দামিনি দমকত
বিন্দু বরিখত নীর।।
(তহি) কলপদ্রুমতল ছাহ শীতল
রচিত রতনহিঁডোর।
ঝুলয়ে তছুপর গোরি শ্যামর
ঝুলায়ে সখি দুই ওর।।
তড়িত ঘন জনু দোলয়ে দুহুঁ তনু
অধরে মৃদু মৃদু হাস।
বদন হেম নীল কমল বিকশিত
স্বেদবিন্দু পরকাশ।।
ছরম হেরি কোই বীজন বীজই
কপূর তাম্বূল যোগায়।
সুরট মেঘ মল্লার গাওত
মোহন মৃদঙ্গ বাজায়।।
কুসুমচয় বর হার লটকত
ভ্রমর গুনগুন রোল।
হংস সারস সুসর শবদিত
দাদুরি ঘন ঘন বোল।।
(দুহুঁ) ভালে চন্দন- চাঁদ চমকিত
তিলক রচিত কপোল।
চঞ্চল মুকুট সুচারু চন্দ্রিক
পীঠ পর বেণি দোল।।
(দুহুঁ) শ্রবণে কুণ্ডল চপল ঝলমল
হৃদয়ে শশিমণিহার।
ঝলকে আভরণ ঝঙ্কৃত ঝন ঝন
ঝুকিত ঝুলনবিহার।।
(কোই) মসৃণ ঘুসৃণ সুগন্ধি ছিরকত
শ্যামগোরিঅঙ্গ হেরি।
সখিভাষ ইঙ্গিতহি দাস উদ্ধব
করত কুসুমক ঢেরি।।