দেখ সখি গৌর পরম অনুপাম।
শৈশব তারুণ লখই না পারিয়ে
তবহু জিতল কোটি কাম।।
সুরধনি-তীরে সবহুঁ সখা মেলি
বিহরয়ে কৌতুক রঙ্গী।
কবহুঁ চঞ্চল-গতি কবহুঁ ধীর-মতি-
নিন্দিত-গজ-গতি-ভঙ্গী।।
থীর নয়নে খেনে ভোরি নেহারই
খেনে পুন কুটিল কটাখ।
কবহুঁ ধৈরজ ধরি রহই মৌন করি
কবহুঁ কহই লাখে লাখ।।
রাধামোহন দাস কহই সতী
ইহ নহ বয়স বিলাস।
যছু লাগি কলিযুগে প্রকট শচীসূত
সোই ভাব পরকাশ।।