দেখ সখি অপরূপ মনোহর।
এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি
বেশে যেন করে ঢল ঢল।।
মাঝে রসবতী রাধা ব্রজজন হয়ে বাধা
পাছে দেখি ধরিয়া রহায়।
ভয়েতে আকুল হৈয়া তুরিতে রাধার লৈয়া
বৃন্দাবন মুখে সব ধায়।।
মন্দ মন্দ গতি চলে রাই কহে কুতূহলে–
“আজ বড় আনন্দ অপার।
সেরূপ আনন্দ নিধি আজু সে মিলাব বিধি
দেখিব চরণ দুটী তার।
ভাসিব আনন্দ-রসে পূরিব যতেক আশে
তবে হয় কামনা পূর্ণিত।”
চণ্ডীদাস কহে তাথে একা হেথা যদুনাথে
রাধা নামে বাঁশী গায় গীত।।