দেখ সখি অটমীক রাতি।
আধ রজনী বহি যাতি।।
দশ দিশ অরুণিম ভেল।
আধ চাঁদনি উগি গেল।।
অব হরি না মিলল রে।
বিহি মোরে বঞ্চল রে।।
কাহে বনায়লুঁ বেশ।
বিঘটতো কানুক সন্দেশ।।
কাহুঁকে নহ ইহ গারি।
ধনি জনট হোরে কুল নারী।।
কৈছনে ধরব পরাণ।
কো এত সহে ফুলবাণ।।
গোবিন্দদাস যব জান।
অবহুঁ মিলায়ব কান।।