দেখ সই কালিন্দী কিনারে শ্যামরায়। ধু
কাঁখে গাগরী করি যমুনাতে জল ভরি নীল বসন গোরা গায়।
কালিন্দীর জলে কালা সিনান কৈরাছে ভালা কায়া-রূপ জলেতে মিশায়।
আগর চন্দন গায় সোনার পাঞ্জনী পায় গীত গাহে বাঁশীটি বাজায়।
শুনিয়া মুরারি গীত প্রাণি মোর নহে স্থিত নিত্য মন বৃন্দাবনে ধায়।
সৈয়দ মর্তুজা কহে গোপাল অখিল হল রাধা সঙ্গে গোপী আর যায়।