দেখ শ্যাম গোরি সখি মেলি।
আবিরে অরুণ পিচকারি ঘন
হোয়ল তুমুল খেলি।।ধ্রু।।
সখা সুবল করিয়া সঙ্গ।
জয় জয় বলি দেই করতালি
হাসি হাসি রসরঙ্গ।।
সখী ললিতা বিশাখা সাথে।
হাসি খল খল জিতলুঁ জিতলুঁ
বলে পিচকারি হাতে।।
রসশেখর রসিকা নারি।
শ্রমজল দুহুঁ বয়ন ভরল
এ উদ্ধব বলিহারি।।