দেখ রি সখি শ্যামচন্দ
ইন্দুবদনি রাধিকা।
বিবিধ যন্ত্র যুবতিবৃন্দ
গাওয়ে রাগমালিকা।।
মন্দ পবন কুঞ্জভবন
কুসুমগন্ধমাধুরী।
মদনরাজ নবসমাজ
ভ্রমত ভ্রমরচাতুরী।।
তরল তাল গতি দুলাল
নাচে নটিনি নটনসূর।
প্রাণনাথ ধরত হাত
রাই তাহে অধিক পূর।।
অঙ্গে অঙ্গে পরশে ভোর
কেহ রহত কাহুক কোর।
জ্ঞানদাস কহক রাস
যৈছে জলদে বিজুরি জোড়।।