দেখ রাধা মাধব ধারি।
রতি-রণ মান বিরামক যৈছন
চরবণ তপত কুশারি।।
হরি মুখ হেরইতে সুমখি আবাঞ্ছই
চাহনি কুটিলহি ভাতি।
গদ গদ বচন অসূয়া কছু সূচন
ততহি মনমথে মাতি।।
নখ-শর-ঘাত তৈছে সুখাবহ
চুম্বন কছু পরসাদ।
রম্ভণ পুন পুলক কচুঁক-বর
ভেদই রস মরিয়াদ।।
ও সুখ-সিন্ধু মগন ভেল মাধব
কামিনি কছু কছু বূর।
ভণ রাধামোহন সঁভোগ সঁকীরণ
দুহুঁক মনোরথ পূর।।