দেখ রাধামাধবরঙ্গ।
তনু তনু দুহুঁ জন নিবিড় আলিঙ্গন
আরতি রভস তরঙ্গ।।ধ্রু।।
কিয়ে অনুভাব কলহ দুহেঁ উপজল
সুন্দরি মানিনি ভেল।
ঐছন প্রেম আরতি বিছুরাইয়ে
কো বিহি ইহ দুখ দেল।।
মলিনবদন ফেরি তহিঁ আওল
যাহাঁ নিজ সখিনি সমাজ।
অঙ্গহি অঙ্গ সঙ্গসুখভঙ্গহি
জর জর নাগররাজ।।
রাইকবদন মলিন হেরি সহচরি
সচকিত লোচন হোই।
কহ বিপরীত রীত কাহে হেরিয়ে
ইহ সুখ ভাঙ্গল কোই।।
অবনত আনন করি ধনি বৈঠল
তব সখি বুঝল মান।
কহ যদুনাথ দাস তহিঁ করযোড়ি
সমুখহিঁ আওল কাল।।