দেখ মাই যশোমতী কোরে কানাই।
তেজোময় বালক ত্রিজগত-পালক
কি কহব তপের বড়াই।।
পিন্ধন বসনে রানী মুখানি মুছায়ই
বীজন করয়ে মুখ-ইন্দু।
সরোরুহ-লোচন কাজরে রঞ্জিত
ভালে শোভে গোরোচনা-বিন্দু।।
সেবহুঁ চতুর্ম্মুখ শিব শুক নারদ
যছু পদ অনুখন ভাবি।
সো পহুঁ গোণ্ডারিক চরণে লুঠই
রোয়ত দুধকি লাগি।।
চরণাঘাত করি ফিরি ফিরি গীরত
মিনতি লাখ লাখ বেরি।
গোবিন্দদাস কহ কোই নাই সমূঝাই
আপহি আপরসে ভোরি।।