দেখ—পাপী আঘন মাস।
জনু—নাহ বিরহ হুতাশ।।
দর—শাই সুখ বিহি নেল।
হিয়ে—কৈছে সহ ইহ শেল।।
রে হিয়ে —কৈছে সহ ইহ শেল ভেল মঝু
প্রাণপিয়া পরদেশিয়া।
জনু— ছুটল বিখ-শর ফুটল অন্তর
রহল তঁহি পরবেশিয়া।।
অব—পৌষ ভেল পরবেশ।
মঝু—নাহ রহু দূরদেশ।।
গণি—সোই কামিনী ভাগী।
রহু—পিয়ক হিয় হিয় লাগি।।
রহু— পিয়ক হিয় হিয় লাগি শয়নহি
বয়ন বয়নহি ঝাঁপিয়া।
হাম— সে পাপিনী পৌষ-যামিনী
যাপি থরহরি কাঁপিয়া।।
দিন—রজনী গুণি গুণি শেষ।
অব—মাঘ ভেল পরবেশ।।
অরু—কতহু হেরব পন্থ।
নাহি—যাত জীবন দুরন্ত।।
রে নাহি—যাত জীবন দুরন্ত অন্তর
কান্ত সন্তত চিন্তিয়া।
মরম— জরজর নয়ন ঝর ঝর
তিলেক নাহি বিছুরন্তিয়া।।
অব—ভেল ফাগুন মাস।
নাহি—গেল তবহু দুরাশ।।
হত—চীতে আন না ফূর।
দিন—রাতি তছু গুণ ঝূর।।
রে— দিনরাতি তছু- গুণ ঝূর দূরসো
ঊর পর যব লাইয়ে।
তবহিঁ—হত চিত হোয়ত সচকিত
হেরি পুন নাহি পাইয়ে।
দেখ—শিশিরনিশি বহি গেল।
মঝু—পিয়াক দরশ না ভেল।।
মধু—মাস পহিলহিঁ সাজ।
হত—মদন সঞে ঋতুরাজ।।
রে— হত মদন সঞে ঋতুরাজ আওত
ভ্রমর গাওত মাতিয়া।
কুহরে কোকিল সতত কুহু কুহু
কুহলিয়া উঠে ছাতিয়া।।
অব—ভেল মাহ বৈশাখ।
তরু—কুসুম ভরু নবশাখ।।
বহু—মলয় মারুত মন্দ।
ঝরু—মাধবী মকরন্দ।।
রে— ঝরু মাধবী মকরন্দ গন্ধ সোঁ
মত্ত মধুকর ঝঙ্কহিঁ।
টঙ্কারি কার্মুক সাধি মনসিজ
বিঁধে মরম নিশঙ্কহিঁ।।
ইহ—জৈঠে পৈঠলি আগি।
মঝু—দহত তনুবন লাগি।।
রহু—বেঢ়ি বেঢ়ি আশ পাশ।
নাহি—জীও হরিণী নিকাশ।।
নাহি- জীউ হরিণী নিকাশ শ্বাস না
নিকসে ফাঁপর ধূমহিঁ।
হৃদয়- হৃত শেষ রস বিশোষিত
লুঠত সুতপত ভূমহি।।
অব—মাস ভেল আষাঢ়।
হিয়া—দাহ দশগুণ বাঢ়।।
যাঁহা—দৈব দারুণ লাগি।
তাঁহা—চাঁদ বরিখয়ে আগি।।
তাঁহা-চাঁদ আগি লাগয়ে
গরল মলয়জ-পঙ্কহিঁ।
কমল— কোমল সজল কিশলয়
অনল সম হেরি শঙ্কহিঁ।।
অব—ভেল শাঙন মাস।
অরু—নাহি জীবনক আশ।।
ঘন—গগনে গরজে গভীর।
হিয়া—হোত জনু চৌচির।।
রে- হিয়া হোত জনু চৌচির থির না
বাঁধে পলক আঁধারে।
ঝলকে—দামিনী খোলি খাঁপহি
মদন লেই তরোয়াল রে।।
অব—ভেল ভাদর মাস।
ঘন-বরিখে নাহি দিশপাশ।।
কিয়ে-কাল রহুক লাগি।
দিন-রাতিপতি ভয়ে ভাগি।।
রে- দিনরাতিপতি ভয়ে ভাগি রহলহি
দিবস রজনী অভেদ রে।
ঐছে- সময়ে না কাহ্ন মন্দিরে
কৈছে সহ ইহ খেদ রে।।
দশদিশ—ভেল পরকাশ।
ভৈগেল—আশিন মাস।।
হত—চীত অবহুঁ না জান।
অরু—পুন কি হেরব কান।।
অরু— পুন কি হেরব কান নিরখব
নিয়ড়ে সো মুখ চন্দ রে।
অমিয়া মাখন মধুর ভাখন
শুনব পুন মৃদু মন্দ রে।।
দেখ—সোই কাতিক মাস।
নাহি—যাত তবহুঁ হুতাশ।।
পুন—সোই রজনী সুঠান।
ইহ—সবহুঁ বিছুরল কান।।
রে- ইহ সবহুঁ বিছুরল কান কান হি
কোন পুন সোঙরাবরে।
পিয়-নন্দন নন্দন চরণে যব ঘন
শ্যাম দাস ন আবরে।।