দেখ নাগরের রূপ মন মোহনীয়া।
চরণে নূপুর বাজে রুনুঝুনু ঝুনিয়া।।
শিখি পূচ্ছ উচ্চ চূড়া নবগুঞ্জা মাল।
অলিকুল অলক তিলক শোভে ভাল।।
নয়ন কমল ভাঙ অনঙ্গ কামান।
অধর সুরঙ্গ রঙ্গ মুরলী সুতান।।
দাস হরেকৃষ্ণ রাঙ্গা চরণ নিছার।
শ্যাম রূপ দেখি রাই কর অভিসার।।
দেখ নাগরের রূপ মন মোহনীয়া।
চরণে নূপুর বাজে রুনুঝুনু ঝুনিয়া।।
শিখি পূচ্ছ উচ্চ চূড়া নবগুঞ্জা মাল।
অলিকুল অলক তিলক শোভে ভাল।।
নয়ন কমল ভাঙ অনঙ্গ কামান।
অধর সুরঙ্গ রঙ্গ মুরলী সুতান।।
দাস হরেকৃষ্ণ রাঙ্গা চরণ নিছার।
শ্যাম রূপ দেখি রাই কর অভিসার।।