দেখ দেখ হে প্রাণের সই ! শ্যাম চিকনিয়া বৃন্দাবনে।। ধু
বৃন্দাবনে রস-রঙ্গে রহিয়াছে হরি। তান হেতু ষোলশ গোপিনী দহি মরি।।
না দেখি কমল-পদ না শুনি মুরলী। চল চন্দ্রমুখ দেখি সকল কুমারী।।
গুরুকৃপা আলি রাজা রচিল পয়ার। হরি বিনু গোপীর যৌবন অন্ধকার।।