দেখ দেখ নাগর গৌর সুধাকর
জগত-আহ্লাদন-কারী।
নদীয়া-পুরবর রমণী-মণ্ডল
মণ্ডন গুণ-মণি-ধারী।
সহজেই রসময় সহচর উড়ুগণ
মাঝে বিরাজিত নাগর-রাজ।
মদন পরাভব বদন-হাস দেখি
বিরসই রঙ্গিনিগণ ভয়লাজ।।
ভকতবৃন্দ-চিত কৈরব কল্পিত
নিশি দিশি উদিত হিয়াক বিলাসে।
রসিয়া-রমণি-চিত রোহিণী-নায়ক
অনুখন পূরল না রহ হ্রাসে।।
ঐছে বিলাস প্রকাশ বিনোদই
বিলসই উলসই ভাবিনি-ভাব।
পদ-পঙ্কজ পর গোবিন্দদাস-চিত
ভ্রমরী কি পাওব মাধুরি-লাভ।।