দেখ দেখ গোরা নটরায়।
বদন শারদ শশী তাহে মন্দ মন্দ হাসি
কুলবতী হেরি মূরছায়।।ধ্রু।।
চাঁচর চিকুর মাথে চম্পককলিকা তাতে
যুবতীর মন মধুকর।
শ্রুতিপদ্মযুগমূলে কনককুণ্ডল দুলে
পাকা বিম্ব জিনিয়া অধর।।
কম্বূকণ্ঠে মৃদু বাণী সুধার তরঙ্গ খানি
হরিরসে জগত ডুবায়।
করিবরকর জিনি বাহুযুগ সুবলনি
অঙ্গদ বলয়া শোভে তায়।।
বক্ষ হেম ধরাধর নাভিপদ্ম সরোবর
মধ্য হেরি কেশরী পলায়।
অরুণ বসন সাজে চরণে নূপুর বাজে
বাসু ঘোষ গোরাগুণ গায়।।