দেখ দেখ গোরাচাঁদে।
কাঞ্চন রঞ্জন বরণ মদন-
মোহন নটনছাঁদে।।ধ্রু।।
পূরব পীরিতি কহে।
কিশোর বয়সে ভাবের আবেশে
পুলকে পূরল দেহে।।
কে জানে মরম ব্যথা।
যমুনা পুলিন বন বিহরণ
কহয়ে সে সব কথা।।
নীরজনয়নে নীর।
রাধার কাহিনী কহয়ে আপনি
তিলেক না রহে থির।।
গদাধর করে ধরি।
কাঁদন মাখন কহিতে বচন
বোলে হরি হরি হরি।।
ভাবে জর জর তনু।
ছুটল মাতল কুঞ্জরগমনে
কাননদলন জনু।।
ক্ষণে হাসে কাঁদে নাচে।
অধর কম্পিত রহয়ে চকিত
খেনে প্রেমধন যাচে।।
এ যদু নন্দন কহে।
তুমি কি না জান গোকুল মোহন
গৌরাঙ্গ ভুবন মোহে।।