দেখ দেখ গোবিন্দের সঙ্গে।
অবিরত ধায় কত লাবণ্য বিভঙ্গে।।
বিশালা বিষয়া দোঁহে সমান বয়েস।
ধূমল ধূসর বর্ণ সুললিত কেশ।।
নীল রক্ত বর্ণ ধিট কটির আটনি।
চলিতে নূপুর বাজে রুনু ঝনু ধ্বনি।।
দোঁহার মাথায় পাগ দোঁহে নটপটী।
গলায় দোসুতিহার শোভে পরিপাটী।।
সুবর্ণ পাটের থোপ পিঠে ঝলমল।
ঈষৎ দুলিছে কানে রতন কুণ্ডল।।
সোনার শিকলি শিঙ্গা শোভে দুই কাঁধে।
দোঁহে এক মেলে যায় নটবর ছান্দে।।