দেখ দেখ গোকুল মঙ্গল শ্যাম।
ব্রজ-নব-নাগরি ভাবে বিভাবিত
মুরলি-খুরলি সোই নাম।।ধ্রু।।
রূপ অনুপ ভুবন-জন-মোহন
শোহন নটবর বেশ।
কালিয়-দমন মদন জিতি লাবণি
চূড়হি কুঞ্চিত কেশ।।
নবঘন-ইন্দ্র-মণীন্দ্র-কলেবর
লোচন কমলক ভান।
কত কোটি শরদ-চাঁদ জিনি শোভিত
ঢল ঢল বিমল বয়ান।।
পদ-তল অরুণ-কমল জিনি ঊজর
মুনি-মানস মুরছান।
রাধামোহন-পহু প্রেমহি আগর
সাগর অবহি সুজান।।