দেখ দেখ অপরূপ।
এ নব কুঞ্জর শোভিছে সুন্দর
বড় আনন্দের কূপ।।
নিকুঞ্জ-ভবনে বিলাসি সঘনে
লহরী মদন অতি।
মদন দংশল হিয়ার মাঝারে
হেরিয়া ধবল রাতি।।
গমন মোহিত গোপিনী মোহিতে
তেজিয়া কুঞ্জের বাস।
বিন্ধল মদন ধানুড়ী ধনুক
ছাড়িয়া নাগর পাশ।।
পরের রমণী নিশিতে গমন
জানিয়া নাগর রায়।
* * * * * * * *