দেখ দেখ অপরুপ গৌর-চরিত
সো গোকুল-পতি অব পরকাশল
পুনকিয়ে বামন-রীত।।
নিরখি প্রতাপ প্রতাপরুদ্র বলি
তনু মন সরবস দেল।
জগাই মাধাই আদি অসুরগণ
চরণ প্রবণ নিজ কেল।।
যছু পদ সহ অদ্বৈত-ভগীরথ
ভকতি-গঙ্গ-পরবাহ।
নিত্যানন্দ গিরিশ দেই অনল
বাম-হিমাচল মাহ।।
যছু অবগাহনে অখিল ভকতগণে
বিলসই প্রেম-আনন্দ।
পামর পতিত পরম পদ পায়ল
বঞ্চিত বলরাম মন্দ।।