দেখ দুই রূপ অতি রসকূপ
সুখের নাহিক সীমা।
দেখিতে দেখিতে হইল মোহিত
যতেক ব্রজের রামা।।
শ্যাম মরকত রাই সে দামিনী
এ দুই লখিতে নয়ে।
এ কিএ জলদ এ কিয়ে কাঞ্চন
মোর হেন লয়ে।।
এ কিএ অতসী এ কিয়ে চম্পক
কি দেখ বরণ শোভা।
যেমন জলদ সোনার বিজুরী
তেমতি দেখয়ে আভা।।
এ দুই বরণ নহে নিরূপণ
দেখিতে নয়ান দুটি।
আঁখি পিছলয়ে হেন রূপ হয়ে
কি ছার বিধুর কুটি।।
অপরূপ রূপ রূপ মনোহর
দোঁহে দোঁহা ভাল মিলে।
বিহরত সেই মুখর চতুর
বিহরত দোঁহে ভালে।।
নবীন নাগরী এ রস নাগর
রূপে করিয়াছে আলা।
চণ্ডীদাস কহে কিবা সে আনন্দ
কলপতরুর তলা।।