দেখ অপরূপ সিয়া।
ধরণী উপরে এ চারু পঙ্কজ
দেখয়ে নয়ানে চেয়ে।।
পঙ্কজ উপরে বিশ শশধর
চাঁদের উপরে গজ।
এ চারি গজের উপরে যুগল
কেশরী শোভিত রাজ।।
কেশরী উপরে এ দুই সায়র
সায়র উপরে গিরি।
গিরির উপরে এ দুই তমাল
চারু শাখা তাহে ধরি।।
তাহে এক শুন একটি তমাল
নবঘন সম দেখি।
একটি তমাল সোনার বরণ
শুন গো মরম-সখী।।
তাহে ফলিয়াছে অরুণ-বরণ
এ চারু উত্তম ফল।
ফলের ভিতরে ফুল ফুটিয়াছে
নাহি তার শাখা দল।।
তাহার উপরে কিয়ের বসতি
তা পরে চকোর চারি।
তা পরে চাঁদের এ দুই বৈসত
পিতেই তাহার বারি।।
তাহার উপরে বিধু সে অরুণ
তা পরে ময়ূর অহি।
চণ্ডীদাসে দেখি মোহিত মানল
এ কথা জানিবা কহি।।