দেখ অপরূপ গৌরচরিত
কে তাহে উপমা দিবে।
প্রেমে ছল-ছল নয়ানযুগল
ভকতি যাচয়ে জীবে।।
মেরু জিনি অঙ্গ গমন মাতঙ্গ
রূপ জিনি কোটি কাম।
এ জানি কি ভাবে আপাদমস্তক
পুলকে জপয়ে শ্যাম।।
গৌরবরণ সুধাময় তনু
কিরণ ঠামহি ঠাম।
ভক্ত হেরি হেরি সবে দয়া করি
যাচত হরির নাম।।
গোবিন্দদাসক চীত উনমত
দেখিয়া ও মুখচাঁদে।
মায়ের স্তন ছাড়ি দুধের বালক
গোরা গোরা বলি কান্দে।।