দেখি সব সখিগণ দুহুঁজন-প্রেম।
কহ ইহ যৈছন লাখবাণ হেম।।
বাহু পসারি রাই করু কোর।
নাগর নিজ করে মোছই লোর।।
দূরে গেও মান-জনিত দুখ-পূর।
আনন্দ-সাগরে দুহুঁ জন বূর।।
সুবদনি মরমহি পাওল লাজ।
নাহক পূরল মনোরথ-কাজ।।
চুম্বনে ইষত বয়ান ধনি ফেরি।
ভরমহি সরম আলিঙ্গন বেরি।।
যৈছন চরবণ তপত কুশারি।
যব পরিরম্ভণে গদগদ নারী।।
ইহ সংকীরণ দুহুঁক বিলাস।
বীজন করই যদুনন্দন দাস।।