দেখি নটবর ধনী গৃহেতে আইলা।
গোষ্ঠের ভাবের কথা মনেতে পড়িলা।।ধ্রু।।
তবে বিনোদিনী লইয়া সঙ্গিনী
আপন মন্দিরে গিয়া।
ললিতা বিশাখা তারা দিল দেখা
আনে সভে ডাক দিয়া।।
বোলে বিনোদিনী শুনলো সঙ্গিনী
বচন রাখ গো তোরা।
সব সখী লয়্যা রাখাল সাজায়্যা
বৃন্দাবনে যাব মোরা।।
ছিদাম সুদাম কেহ হব দাম
সুবলাদি যত সখা।
দেখি বৃন্দাবনে নটবর সনে
যাইয়া করিব দেখা।।
যত সখীগণে আনয়ে তখনে
যতনে করয়ে সাজ।
যে হয় যেমন সাজয়ে তেমন
আপন অঙ্গন মাঝ।।
কারো রাঙ্গা ধটী তাহে বেড়া কটি
দুলিছে পাটের ডুরি।
করে নিরীক্ষণ মাখয়ে চন্দন
যেই সে যেমন গোরি।।
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে
মজাইতে জাতি কুল।
আজুকার বনে ফিরিতে মিলনে
বিপিনে পড়িবে তুল।।