দেখি দিন অবসান চলিলা চতুর কান
প্রবেশিলা কদলীকাননে।
সুবল মঙ্গল সঙ্গে যায় নানা রসরঙ্গে
কদলী লইয়া জনে জনে।।
মিলিলা সভার সাথে কদলী দিলেন হাতে
খায় সভে হরিষ হৈয়া।
পরিয়া বনের ফুল গায়ে মাখে রাঙ্গাধূল
দিল গাভী তুরিতে হাঁকাইয়া।।
ধেনু সব ঘর মুখে চলিলা আপন সুখে
উভকর্ণ উভপুচ্ছ করি।
নাচিয়া নাচিয়া যায় শিশুগণ পাছে ধায়
ধূলায় গগন গেল ভরি।।
শিঙ্গা দিয়া চাঁদমুখে বলাই ধবলী হাঁকে
মদভরে ডাকেন সঘন।
অথির চরণ গতি ঘূর্ণিত নয়ন ভাতি
গদগদ না ফুরে বচন।।
কমলী বাছুরী কান্ধে চলে মত্ত-গজ ছান্দে
ঘন ডাকে কানাই বলিয়া।
বেণু সানে ধেনু হাঁক সভাকার মাঝে থাক
বনে পাছে রহিবে ভূলিয়া।।
শিঙ্গাবেণু একতান করিয়া দেওল সান
শুনিল ব্রজের সব লোক।
মাতাপিতা হরষিত কুলবধু পুলকিত
ঘুচিল সবার দুঃখ শোক।।
যাবট গ্রামের কাছে সভে নিজ ধেনু বাছে
বিদায় হইলা জনে জনে।
শেখর সত্বর করি কহে শুন সুন্দরি
মিলহ নাগরে এইক্ষণে।।