দেখিয়া মূরতি রূপের আকৃতি
মরমে লাগিল তাই।
যেই সে দেখিল তখন হইতে
কিছু না সম্বিত পাই।।
ধবলী লইয়া আইনু চলিয়া
শুনত সুবল সখা।
সেই নবরামা আর পুনবেরি
কখন হইবে দেখা।।
কহিল মরম তেমার গোচরে
শুন হে সুবল তুমি।
মরম বেদন জানে কোন জন
বিকল হইল আমি।।
সেই কথা মোর মনে পড়ি গেল
কহিব কাহার আগে।
কালি হতে মন কেমন করিছে
হৃদয় ভিতরে জাগে।।
শুইতে না হয় নিঁদের আলিস
ক্ষুধা তৃষ্ণা গেল দূরে।
নিরবধি হৃদে সেই সে ভাবনা
থাকি থাকি মন ঝুরে।।
কি হল অন্তরে হিয়া জর জর
বিঁধল সন্ধান শরে।
জর জর কৈল পরাণ পুতলি
মন মত্ত হাতী বরে।।
চণ্ডীদাস বলে শুনহ রসিক
নাগর চতুর কান।
হইবে দরশ করিবে পরশ
ইহাতে নাহিক আন।।